ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নুসরাত হত্যার তদন্তে ফেনী যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
নুসরাত হত্যার তদন্তে ফেনী যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

ফেনী: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখতে ফেনী যাচ্ছেন পুলিশ সদর দফতরের পাঁচ সদস্যের একটি তদন্ত দল।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে তারা ফেনী পৌঁছাবেন বলে জানিয়েছে জেলা পুলিশ সূত্র।

তদন্ত কমিটির প্রধান ডিআইজি রুহুল আমীনের নেতৃত্বে একজন পুলিশ সুপার, দু’জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক এ তদন্ত দলে রয়েছেন।

সূত্র জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেয়ার তিনদিন পর পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার প্রাথমিক তদন্তের বিষয়গুলো উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে সোনাগাজীর ওসিসহ স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। বর্তমান কমিটিও এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ প্রশাসনের কোনো ধরনের গাফিলতি ছিল কি-না তা খতিয়ে দেখবে।  

তদন্ত শেষে আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর নির্দেশে গঠিত এ কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করবেন বলেও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।