ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুর পৌরসভার উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট বিশ্ব ব্যাংক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
সৈয়দপুর পৌরসভার উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট বিশ্ব ব্যাংক  বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের নেতাদের মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সফররত বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্বদাতা কোবেনা আমানকাহ-আয়েহ। 

মঙ্গলবার বিকেলে (১৬ এপ্রিল) বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিতব্য সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

পরে সৈয়দপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কোবেনা পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনায় বাস টার্মিনাল, শিশু পার্ক, ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইটসহ সৌন্দর্য বর্ধনের কাজে প্রতিশ্রুতির আশ্বাস দেন।

 

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় কাউন্সিলর, সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- এলজিএমএসপি'র আকরামুল আজিজ, জুলফিকার নাইফ, মনজুর আলী, সহকারী প্রকৌশলী সোনিয়া নওরিন, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, পৌরসভার সচিব আশীষ কুমার সরকার, হিসাবরক্ষক আবু তাহের প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।