ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে জীবিত একটি নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মনোহপুর ইউনিয়নের গোডাউনবাজার এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে নবজাতকটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটি উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া নেয়।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে বর্তমানে সুস্থ্য আছে।  

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে অবগত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad