ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা-শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ফেনীতে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা-শিক্ষক আটক

ফেনী: ফেনীর দাগনভূঞায় রাজাপুর ইউনিয়নের কোরেশমুন্সি এলাকায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শহিদুর রহমান নামে এক মাদ্রাসা-শিক্ষককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দারুল কোরআন ওয়াস ছুন্নাহ্ মাদ্রাসার ওই শিক্ষককে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হয়।

 

শহিদুর নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামের আবদুল ওহাবের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার (১৪ এপ্রিল) রাতে শহিদুর রহমানের হাতে বলাৎকারের শিকার হয় দ্বিতীয় শ্রেণির ওই আবাসিক ছাত্র। বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানিয়ে দেয় সেই শিশু। পরে তার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ পাঠান বাংলানিউজকে জানান, পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad