ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাতেই দাফন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
রাতেই দাফন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: ঢাকার গাজীপুরের জয়দেবপুর এলাকায় মারা যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের (৭০) দাফন নিজ বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এসময় পূর্ব মৌদাম গ্রামের ওয়ার্ড মেম্বার মো. আব্দুর রাজ্জাক, প্রতিবেশী আবুল কালাম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নূর উদ্দিন।  

নূর উদ্দিনের তিন ছেলে ও দুই মেয়ে। স্ত্রী বৃদ্ধা জোবেদা খাতুন। শারীরিকভাবে চলতে ফিরতে অক্ষম তিনি। তিন ছেলেই ধানকাটা শ্রমিক।

ছেলে লাক মিয়া বাংলানিউজকে জানান, মামলার আগে থেকেই গ্রাম ছাড়া ছিলেন তার অসুস্থ বাবা। পরে পরিচিত কোনো এক ব্যক্তির মাধ্যমে সোমবার দুপুরে বাবার মৃত্যুর খবর পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ওইদিন রাত ৯টায় গ্রামের বাড়িতে আনানো হয়। এরপর নামাজে জানাজা শেষে দিনগত রাত ১টার দিকে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ আসার পর নূর উদ্দিনের বাড়ি পরিদর্শন করা হয়। নামাজে জানাজা শেষে মরদেহটি দাফন করেন পরিবারের লোকজন।

*** পলাতক মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।