ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় নানা আয়োজনে লালন একাডেমির নববর্ষ বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
মাগুরায় নানা আয়োজনে লালন একাডেমির নববর্ষ বরণ

মাগুরা: মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে লালন একাডেমি।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করেছে লালন একাডেমি।

আয়োজনে লালন দর্শনের ওপর আলোচনা ও গান পরিবেশন ছাড়াও নৃত্য পরিবেশন করেন লালন একাডেমির শিক্ষার্থীরা।

লালন একাডেমির পরিচালক গোলাম সাইজি বাংলানিউজকে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে আরও রঙিন করতে লালন একাডেমির ছাত্র-ছাত্রীদের নিয়ে পহেলা বৈশাখ বরণ করেছি।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।