ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
খুলনায় কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন

খুলনা: ১১ দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টা এক মিনিট থেকে তারা এ কর্মবিরতি শুরু করেছে বলে জানিয়েছেন সংগঠনের খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি জানান, সোমবার নৌযান শ্রমিক ফেডারেশনের দাবি-দাওয়া নিয়ে ঢাকায় যে বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেউ উপস্থিত ছিলেন না।

তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এদিকে কর্মবিরতির ফলে খুলনা ও দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলাসহ সারাদেশের নৌপথে পণ্য পরিবহণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে আমদানি-রফতানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপনসহ ১১ দফার দাবিতে তাদের অনির্দিষ্টকালের এ কর্মবিরতি চলছে।  

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯/আপডেট: ০৭৩০ ঘণ্টা
এমআরএম/এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।