ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে স্পিকার শিরীন শারমিনকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
সৈয়দপুর বিমানবন্দরে স্পিকার শিরীন শারমিনকে সংবর্ধনা স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে পৌঁছালে তাকে  সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ আহমেদ, ছাত্রলীগ নেতা দিলনেওয়াজ খান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুল রশীদ মঞ্জুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সূত্র জানায়, স্পিকার দুপুরে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সংবর্ধনা শেষে সরকারি কর্মসূচিতে রংপুরের উদ্দেশে রওনা দেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।