ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নুসরাত হত্যা: ফেনীতে প্রতিবাদ চলছেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
নুসরাত হত্যা: ফেনীতে প্রতিবাদ চলছেই 

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লক্ষ্মণ চন্দ্র বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ফেনী আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী শর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী চেম্বারের পরিচালক গোলাম ফারুক বাচ্চু, শিক্ষক নেতা মহিউদ্দিন খোন্দকার, কবি ইকবাল চৌধুরী, ফিরোজ আলম, অধ্যক্ষ এম মামুনুর রশিদ, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।  

এর আগে সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হলি ক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হানিফ ভূঞা মহসিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত উল্যাহ, সিনিয়র শিক্ষক জিন্নাতুর নাহার, শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন এলমা প্রমুখ।  

এছাড়া দুপুরে ফেনী জেলা জজ আদালত চত্বরে মানববন্ধন করে জেলা আইনজীবী সমিতি। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ চৌধুরী স্বপন, বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।  

মানববন্ধনে বিবাদী পক্ষে মামলা পরিচালনায় যাতে কেউ অংশ না নেন সেজন্য অনুরোধ জানান আইনজীবীরা।  

এদিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবারও উত্তাল ছিল সোনাগাজীর রাজপথ। দলমত নির্বিশেষে নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ সবাই সকাল ৮টা থেকে রাজপথে নেমে আসে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে মিলিত হন তারা।  

এসব প্রতিবাদ সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ১০টায় সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউনিযন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক মো. আবদুল হক, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুউদ্দিন খোকন,  যুবদল নেতা খুরশিদ আলম, পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান ও মো. আবু তাহের ডিলার প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহেলাল একাডেমি মাঠে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে কারাবন্দি অধ্যক্ষ সিরাজ উদদৌলাহর কুশপুতুল দাহ করেন তারা।  

এদিকে বিকেল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সোনাগাজী  বাজারের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সোনাগাজী বাজারের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  
  
টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চর চান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। তখন এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে সে ওই বিল্ডিংয়ের তিন তলায় যান।

সেখানে মুখোশধারী ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের মান উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা করেন অগ্নিদগ্ধ রাফির বড়ভাই মাহমুদুল হাসান নোমান।

এর আগে ২৭ মার্চ নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।  

এর আগে এ ঘটনায় নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।