ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরের আগুনে কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি মালিকপক্ষের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
মিরপুরের আগুনে কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি মালিকপক্ষের আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড় এলাকার ১০তলা ভবনের আগুনে কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। তবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে আগুনে ক্ষতিপ্রস্ত ওই ভবনের ষষ্ঠতলায় দেখা যায়, গোডাউনে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এসময় ভবন মালিক নজরুল ইসলামের ভাগিনা হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এ ভবনে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হতো।

তিনি দাবি করেন আগুনে নূন্যতম কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ওই ভবনের দুইজন মালিক রয়েছেন। একজনের নাম নূরউদ্দিন খান, অপরজন নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।

এরআগে রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে ওই ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad