ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড কার্যালয়ের বিভিন্ন গণমাধ্যমের হাউজ ঘুরে দেখেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা/ছবি- শাকিল

ঢাকা: দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) গণমাধ্যমগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।

সোমবার (১৫ এপ্রিল) তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মিডিয়া হাউজের সব ক’টি গণমাধ্যমের কার্যালয় ঘুরে দেখেন। এ সময় বসুন্ধরা গ্রুপের এসব গণমাধ্যমের সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

  

সফররত সাংবাদিকদের সঙ্গে ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যমগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন তারা। পরে সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেন সাংবাদিকেরা।  

এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের কনসালট্যান্ট এডিটর নাদিম কাদির, নিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শনের জন্য তাদের স্বাগত জানান। একই সঙ্গে তাদের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচিতি তুলে ধরেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড কার্যালয়ের বিভিন্ন গণমাধ্যমের হাউজ ঘুরে দেখেন বাংলাদেশ সফররত বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরানিউজটোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের গণমাধ্যমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে। তবে দিন শেষে গণমাধ্যমের খবরের উপরই মানুষকে নির্ভর করতে হয়। এছাড়া টিভি চ্যানেলের জন্য বিজ্ঞাপনের চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি।  

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমগুলো পরিদর্শনে এসে জাপানের গবেষক কাজুহিরো ওয়াতানাবে বলেন, আমি বহুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম পর্যবেক্ষণ করে আসছি। বাংলাদেশে গণমাধ্যম আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তবে সব দেশের গণমাধ্যমের সামনেই চ্যালেঞ্জ রয়েছে। সে হিসেবে বাংলাদেশের সামনেও রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মহুয়া চ্যাটার্জি বলেন, আমি বাংলাদেশে বেশ কয়েকবার এসেছি। এখানকার গণমাধ্যম বিষয়ে আমরা নিয়মিত খোঁজ-খবর রাখি। আমরা দেখেছি  বাংলাদেশের গণমাধ্যম অনেক প্রাণবন্ত।  

মতবিনিময় সভা শেষে তারা মধ্যহ্নভোজে অংশ নেন। এরপর বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ দেখে তারা বেশ প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’-কর্মসূচির আওতায় বিশ্বের ২৬টি দেশের ৪৮ জন সাংবাদিক বাংলাদেশ সফরে এসেছেন। গত ১৪ এপ্রিল শুরু হওয়া এ সফর শেষ হবে আগামী ১৮ এপ্রিল।  প্রতিনিধি দলে ভারত, জাপান, ইতালি, জার্মানি, ব্রাজিল, গ্রিস, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়ার মতো দেশের সাংবাদিক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।