ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২৮ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলি এক্সপ্রেসের একটি বাস রংপুর যাচ্ছিল। পথে বোয়ালিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২৮ যাত্রী আহত হন।  
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. হেদায়েতুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহত ২৮ জনকে এখানে আনা হয়। তাদের মধ্যে ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকি ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।