ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপলো পার্বত্য চট্টগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
মিয়ানমারে ভূমিকম্প, কাঁপলো পার্বত্য চট্টগ্রাম

মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে চট্টগ্রাম-বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ।

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো অফিসের সিনিয়র করেসপন্ডেন্ট আল রাহমান পাহাড়ি জনপদের বেশ কয়েকটি এলাকা থেকে ভূ-কম্পনের খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল সমতলের ৫৩ কিলোমিটার গভীরে।

পাহাড়ি বর্মী রাজ্য চিনে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।