ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আগুন নেভাতে সহায়তার নামে জনতা ব্যাঘাত সৃষ্টি করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
‘আগুন নেভাতে সহায়তার নামে জনতা ব্যাঘাত সৃষ্টি করেছে’

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় ১০তলা ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত কৌশলে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করেছেন। আমাদের কৌশলের কারণে এই বিল্ডিংয়ের উপর তলায় আগুন ছড়াতে পারেনি।

রোববার (১৪ এপ্রিল) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে দিলীপ কুমার এ কথা বলেন। বিকেল ৫টা ৫ মিনিটে ওই ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার বলেন, ক্ষয়ক্ষতির খবর এখন বলা যাচ্ছে না। কিভাবে আগুন লেগেছে তাও বলা যাচ্ছে না। ওই ফ্লোরে (ছয়তলা) গার্মেন্টসের গোডাউন ছিল। ভেতরে কাপড়, কেমিক্যাল গার্মেন্টসের মালামাল ছিল। তদন্তসাপেক্ষে বলা যাবে। পহেলা বৈশাখের কারণে, আজকে রাস্তায় অনেক যানজট ছিল। আমাদের আসতে অনেক বেগ পেতে হয়েছে। আমাদের মোট ১৫টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করেছে।  

তবে সাধারণ জনতা সাহায্য করার নামে আগুন নেভানোর কাজে অনেক ব্যাঘাত সৃষ্টি করেছে বলেও জানান দিলীপ কুমার ঘোষ।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ