ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিরঝিলে ছুরিকাঘাতে তরুণ আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
হাতিরঝিলে ছুরিকাঘাতে তরুণ আহত

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় ছুরিকাঘাতে মো. রাসেল (১৮) নামে এক তরুণ আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে হাতিরঝিলের একটি শৌচাগারের সামনে রাসেলকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক।

তিনি মহাখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকেন এবং ওই এলাকায় বাবা আবদুল মোমিনের সঙ্গে সিট-কভার তৈরির কাজ করেন।

রাসেল বাংলানিউজকে জানান, হাতিরঝিল গণশৌচাগারের সামনে কয়েকজন যুবক এসে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা প্রথমে তাকে চিকিৎসা জন্য মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাসেলকে কারা কেন ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হাতিরঝিল থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ