ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় গ্যাস লিকেজে অসুস্থ ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
খুলনায় গ্যাস লিকেজে অসুস্থ ৯

খুলনা: খুলনার পশ্চিম রূপসার এটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বাংলানিউজকে জানান, রূপসার এটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছিলো। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অসুস্থদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

খুমেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আলমগীর কবির বাংলানিউজকে জানান, ৯ জনকে মেডিসিন ও শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সাহেব আলী (৮০), জাকির হোসেন (১৩), রিফাত (১১), আরিফ (৩), নাসরিন (৪২), নওরিন (২৮), নওশিন (১৭), হেলেনা বেগম (৫৫) ও কানিজ ফাতিমা (৩৫)।

এলাকাবাসী জানান, মাছ প্রক্রিয়াকরণের ওই কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ হলেও এতে প্রতিষ্ঠানের কারও ক্ষতি হয়নি। তবে গ্যাস ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির পেছনে বসবাসরত এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৪,  ২০১৯
এমআরএম/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।