ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
সিলেটে অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ সিলেটে বর্ষবরণ। ছবি: বাংলানিউজ

সিলেট: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ গীতিকবিতার সুরের মুর্ছনা আজ চারিদিকে। সুন্দর আগামীর প্রত্যাশায় ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করলো সিলেটের মানুষ।

‘সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি, হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে’-- কবিগুরুর সে প্রত্যয়ই যেনো বাতাসে সুর তোলে আজও।

সব গ্লানি পেছনে ঠেলে নতুনের আবাহনে রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয় বর্ষবরণ অনুষ্ঠান।

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ স্লোগানে অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উচ্ছ্বাসে বের হওয়া শোভাযাত্রা জেলা প্রশাসনের কার্যালয় থেকে বেরিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার আবহমান ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী চিত্র ও কৃষ্টি-কালচার তুলে ধরা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার মিসবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে এ শোভাযাত্রায় অংশ নেন- জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

পহেলা বৈশাখ উদযাপনে বরাবরের ন্যায় এবারো বৈশাখী সাজে সেজেছে সিলেট। আবেগ আর উচ্ছ্বাসে সিলেটজুড়ে নানা আয়োজনের মাধ্যমে চলছে বর্ষবরণ।

সিলেটে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ যজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন বৈশাখের গান ও নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠানমালা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

আনন্দলোকের আয়োজনে নগরের মীরের ময়দান শ্রীহট্ট সংস্কৃত কলেজে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা আবৃতির আয়োজন করা হয়। পাশেই ব্লু বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রুতি। পাশাপাশি উদীচী’র উদ্যোগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেআয়োচিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

অন্যদিকে সিলেট স্টেডিয়ামে নৃত্যশৈলী আয়োজন করেছে ‘শেষ বিকালের রং’ শীর্ষক অনুষ্ঠান। লিডিং ইউনিভার্সিটি এবার বর্ষবরণে মেলা, বাউলগান, পুতুল নাচ, সাপ খেলা, বানর খেলা, জাগলিং, সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দ শোভাযাত্রা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন সুরমার তীরে আয়োজন করা হয়েছে পক্ষকালব্যাপী বৈশাখী মেলার। এছাড়া প্রতিবারের মত এবারও বছরের নতুন সূর্যকে বরণ করতে শোভাযাত্রা বের করেছে সিসিক।  

এদিন সকাল ১০টায় নগর ভবনে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সিসিক। বিকেলে নগরী সংলগ্ন লাক্কাতুড়া এলাকায় অনুষ্ঠিত হয় চড়ক পুঁজা। সে আনন্দ যজ্ঞে সামিল হতে সেখানে  ভিড় করেন হাজারো মানুষ।

সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, সিলেটে শান্তিপূর্ণভাবেই পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা যাতে না হয়, এ জন্য সতর্ক রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।