ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঙ্গল কামনার মধ্য দিয়ে ঝালকাঠিতে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
মঙ্গল কামনার মধ্য দিয়ে ঝালকাঠিতে বর্ষবরণ গান পরিবেশন করছে শিশুরা, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: সব ধরনের হতাশা আর গ্লানি মুছে দিয়ে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে ঝালকাঠিবাসী।

বৈশাখ বরণ আয়োজনে রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টায় শহরের শিশুপার্কের মুক্তমঞ্চে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

সবার মঙ্গল কামনার মধ্য দিয়ে প্রভাতি অনুষ্ঠান শেষে শিশুপার্কের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

  মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

লাঠি খেলা, মাছ, পাখির প্রতিকৃতিসহ বাঙালি সংস্কৃতির নানান অনুষঙ্গ এবং ব্যানার-ফেস্টুনে ছেয়ে যাওয়া বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি বাদ্যযন্ত্রের তালে তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্কে এসে শেষ হয়।

এর আগে সকাল ৮টায় জেলা প্রশাসক মো. হামিদুল হক বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

সকালেই শিশুপার্ক চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। যেখানে উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বর্ষবরণের কর্মসূচির মধ্যে দেশিয় খেলাধুলা, বাঙালি খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলাতেও বর্ষবরণ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।