ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে মঙ্গল শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

নরসিংদী: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। নববর্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা একই সূত্রে গাঁথা।

রোববার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করে বাংলা নববর্ষ।

আগামী প্রজন্ম এ নববর্ষকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এর আগে সকালে মনোহরদী উপজেলা কমপ্লেক্স থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিয়া আক্তার শিমু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।