ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর  অনুদান চান অনন্যা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর  অনুদান চান অনন্যা   অনন্যা দে অাঁখি

ঢাকা : অর্থাভাবে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর অাহত সিলেট এমসি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্যা দে অাঁখির পরিবার। 

গত অাড়াই মাসে রাজধানীর অ্যাপলো হাসপাতালে প্রায় ২৪ লাখ টাকা ব্যয় হয়েছে মেয়েটির চিকিৎসায়। চিকিৎসকরা বলছেন, এখনো পুরোপুরি সুস্থ হতে অনন্যার চিকিৎসার জন্য প্রয়োজন আরও ১৫ লাখ টাকা।

 

তার দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। এতো দিনের চিকিৎসার টাকা দিতেই হাত পাততে হয়েছে সমাজের বিত্তবানদের কাছে। বাকি চিকিৎসার অর্থের যোগান মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি চায় তার পরিবার।  

গত ২৪ জানুয়ারি সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অনন্যা।  
অনন্যার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে মাঠে নামে বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রবাসী ও বিত্তশালীদের কাছ থেকে অর্থ সংগ্রহে উদ্যোগ নেন। কিন্তু ২৪ লাখ টাকা সংগ্রহ করা গেলেও অার সম্ভব হয়নি।  

অাহত হওয়ার পর অনন্যার বাবা অরুণ কুমার দেব মেয়ের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।  
অনন্যাকে সাহায্য পাঠাতে চাইলে অরুণ কুমার দে (বাবা) ও +৮৮০১৮১৯১৮১৪৫৫

অজিত কুমার দে (চাচা)+৮৮০১৭০৬৮৯২৫৬৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।  

বাংলাদেশ সময় : ০৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪,২০১৯
টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।