bangla news

আশুলিয়ায় বাসচাপায় নিহতের ঘটনায় রাস্তা অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৪ ১:০৩:২৬ এএম
রাস্তা অবরোধ

রাস্তা অবরোধ

সাভার: নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বাস চাপায় এক ব্যক্তি নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে রেখেছে এলাকাবাসী।

নিহত রতনের দুই সন্তান শিক্ষার্থী। তাদের লেখা-পড়ার খরচ ও ভরণ-পোষনের দাবিতে শনিবার রাত ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজিপুরের চক্রবর্তি এলাকা অবরোধ করে।
 
এর আগে বিকেলে আখের রস কেনার সময় রতন মিয়াকে সূচনা পরিবহনের দুর পাল্লার একটি বাস  চাপা দেয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকবর হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কটি এখনো অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা।
 

 রাস্তা অবরোধের ফলে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 


বাংলাদেশে সময়: ০১০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
 এসআইএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা সড়ক অবরোধ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-14 01:03:26