ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
রূপগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লেকের পানিতে ডুবে ফাহিম হাবিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলার দাউদপুর ইউনিয়নের পিংনাল এলাকার আবুল ফজল রাজুর ছেলে।

নিহতের বাবার বরাত দিয়ে তার চাচা শহীদুল্লাহ গাজী বাংলানিউজকে জানান, দুপুরে ফাহিমসহ তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরা উপজেলায় একটি লেকে গোসল করতে নামে। পরে ফাহিম সঙ্গের থাকা লোকজন সাঁতরে লেকের অপর পাড়ে চলে যায়। এসময় সাঁতার না জানায় ফাহিম অসাবধনতাবশত লেকের পানিতে ডুবে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।