ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ২ হাজার পিস ভায়াগ্রা ও সাড়ে ৪ হাজার পিস প্যাথেডিনসহ আটক ২

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা ২ হাজার ৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও সাড়ে ৪ হাজার পিস প্যাথেডিন ইনজেকশনসহ দু’জনকে আটক করেছে বিডিআর।

দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আকরামুজ্জামান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ ওষুধসহ দুজন আটক করেন বিডিআর সদস্যরা।



আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার সুন্দরা গ্রামের আরিফুল ইসলাম (৩৫) ও জয়নাল আবেদীন (২৭)।

আটক দুজনকে বিরামপুর থানায় সোপর্দ করে বিডিআরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই বিডিআর কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।