ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
বাজিতপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরিচপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে মোদক স্টোর ও রুপা স্টোরকে তিন হাজার করে ছয় হাজার এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে হাওয়া ফার্মেসি ও মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের সময় জব্দ মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য নষ্ট করে ফেলে দেওয়া হয়।  
 
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।