ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
শিবালয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে জামিরুন বেগম (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জামিরুন বেগম শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের উত্তর মহাদেবপুর গ্রামের মৃত লাল চাঁনের স্ত্রী।

জামিরুন বেগমের প্রতিবেশী লিয়াকত আলী মাস্টার বাংলানিউজকে জানান, বিকেলে ঝড় বৃষ্টির সময় জামিরুন বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। পরে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি ফিরে না আসায় তার খুঁজে যায় পরিবারের সদস্যরা। পরে একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আমিন ডিউক বাংলানিউজকে জানান, ঝড় বৃষ্টির সময় মাঠে ছাগল নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল০৯, ২০১৯
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।