ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বিআরটিএ অফিসে এক দালালের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
হবিগঞ্জে বিআরটিএ অফিসে এক দালালের কারাদণ্ড

হবিগঞ্জ: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জ অফিসে দালালির অভিযোগে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা এ দণ্ডাদেশ দেন। জসিম হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।


 
নির্বাহী ম্যাজিস্ট্রেট রানা বলেন, মঙ্গলবার দুপুরে গাড়ির নাম্বার প্লেট পরিবর্তনের জন্য জনৈক গ্রাহক বিআরটিএ অফিসে আসেন। এসময় জসিম তার কাছ থেকে ২০০ টাকা উৎকোচ নিয়ে কাজটি করে দেন। দুদকের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাকে হাতেনাতে আটক করেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে জসিমের বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত জসিম নিয়মিত বিআরটিএ অফিসে দালালি করে আসছিল। অবশেষে তিনি ধরা পড়েছেন। বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।