ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শপথ নিলেন রংপুর বিভাগের নবনির্বাচিতরা 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
শপথ নিলেন রংপুর বিভাগের নবনির্বাচিতরা  শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগের নবনির্বাচিতরা। ছবি: বাংলানিউজ

রংপুর: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের ছয় জেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল)  রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মুহম্মদ জয়নুল বারী তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়নে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।

উপজেলার জনগণের কল্যাণে কাজ করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বর্তামান সরকার জনগণের কল্যাণে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। সরকারের সুদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও কর্মকাণ্ডে সকলকে সহযোগিতা করতে হবে।

শপথ অনুষ্ঠানে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় নির্বাচিত ৩২ জন উপজেলা চেয়ারম্যান এবং ৬৪ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।