ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
চরফ্যাশনে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বজ্রপাতে মো. জসিম (২৫) ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফের মৃত্যু হয়।  

নিহত জসিম জিন্নাগড় ৬নং ওয়ার্ডের নুর হোসেন মিস্ত্রির ছেলে। তিনি উপজেলার চর মাদ্রাজ মধুমতি ইট ভাটার শ্রমিক ছিলেন।

আরিফ উপজেলার দক্ষিণ আইচা থানার চর কলমি ইউনিয়নের নাসির মুন্সির ছেলে।  

জানা যায়, সোমবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জসিম মধুমতি ইটের ভাটায় কাজ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে জসিম ঘটনাস্থলেই মারা যান।  

অপরদিকে, দুপুরে উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নে আরিফ তাদের বাড়ির পুকুরে মাছ ধরছিলেন। ওই পুকুরের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিলো। মাছ ধরার এক পর্যায়ে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।