ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

ডেমরা থেকে অপহৃত ব্যক্তি সবুজবাগে উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, এপ্রিল ৮, ২০১৯
ডেমরা থেকে অপহৃত ব্যক্তি সবুজবাগে উদ্ধার, আটক ১

ঢাকা: রাজধানীর সবুজবাগের একটি বাড়ি থেকে আকরাম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এসময় সাজ্জাদ হোসেন অন্তর (২৫) নামে অপহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে শনিবার (৬ এপ্রিল) ডেমরার হাজীনগর এলাকা থেকে আকরামকে অপহরণ করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

র‌্যাব জানায়, ভিকটিমের ছেলের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকে নেতৃত্বে রাজধানীর সবুজবাগে ছয়তলা একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আকরামকে উদ্ধার করে। এসময় একটি খেলনা পিস্তল, একটি চাপাতি, দু’টি ছুরি, দু’টি মোবাইল ফোন ও ৩০ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।

অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীর চক্রের অন্য সদস্য পালিয়ে যায় বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এমএমআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।