ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ফতুল্লায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ আমেনা আক্তার মীম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আমেনা আক্তার মীম নামে এক এইচএসসি পরীক্ষার্থী দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন।

রোববার (৭ এপ্রিল) বিকেলে  ফতুল্লার বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ মীমের বাবা ওসমান গণি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

ওসমান গণি জানান, আমি একজন রাজমিস্ত্রি হিসেবে করে একমাত্র মেয়ে আমেনা আক্তার মীমকে (১৮) লেখাপড়া করাচ্ছি।

মীম নারায়ণগঞ্জ কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী হলেও তার পরীক্ষাকেন্দ্র নারায়ণগঞ্জ মহিলা কলেজে। তিনটি বিষয়ে পরীক্ষা দিয়েছে চতুর্থ পরীক্ষার দিন শনিবার সকাল ৯টায় বাসা হতে বের হয় মীম। এরপর সে আর বাসায় ফিরেনি। এইদিন সন্ধ্যার পর থেকেই আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে মীমকে খোঁজাখুজি করেছি।

ওসমান গণি আরো জানান, মীমের সঙ্গে কারো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে এমন কোনো বিষয় আমার ও আমার পরিবারের কারো জানা নেই। মেয়েটি নিখোঁজের পর থেকে পরিবারের সবার মধ্যে হতাশা নেমে এসেছে।

জিডির তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে জানান, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad