ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, এপ্রিল ৭, ২০১৯
আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সানজিদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। 

রোববার ( ৭ এপ্রিল ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এ ঘটনায় সানজিদের বন্ধু ফারজিন (২৫) গুরুতর আহত হয়েছেন।  

স্থানীয়রা জানান, সানজিদ ও ফারজিন দুই বন্ধু মিলে ঘুরতে বের হয়। ঘোরাঘুরির একপর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গেলে পেছন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এসময় পথচারীরা সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সানজিদ মারা যায়। ফারজিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।