ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

এবার গুলিস্তানে বেপরোয়া বাস কাড়লো রিকশাচালকের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, এপ্রিল ৭, ২০১৯
এবার গুলিস্তানে বেপরোয়া বাস কাড়লো রিকশাচালকের প্রাণ

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বেপরোয়া বাসের চাপায় জাকির হোসেন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাকির ঢাকার নবাবগঞ্জের দিঘিপাড় এলাকার বাসিন্দা।

তিনি স্ত্রী কুলসুম আক্তার ও চার সন্তানের পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

জাকিরের ছোট ভাই আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তিনি সকালে রিকশা নিয়ে বের হন। কিছুক্ষণ পর বাসচাপায় জাকিরের মৃত্যুর খবর পাই।  

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাকিরের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ রানা।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।