ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর জীবনী লিখতে ট্রাস্টির অনুমোদন লাগবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বঙ্গবন্ধুর জীবনী লিখতে ট্রাস্টির অনুমোদন লাগবে না সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিরা, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যেকোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান বা টুর্নামেন্টের আয়োজন করতে হলে এখন থেকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র কোনো প্রকার অনুমোদন লাগবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (০৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং ৫০ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তির অনুমোদন হয়।

ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাফিজুর রহমান প্রমুখ।

এর আগে সভায় আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ এএম রফিকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad