রাজশাহী: জন্মাষ্টমী, শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলে বুধবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। শিক্ষার্থীরাও ছাড়তে শুরু করেছেন হল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, আগামী ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর কাস শুরু হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আসলাম সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘এ সময় কোনো শিক্ষার্থীই হলে অবস্থান করতে পারবেন না। ছুটি শেষে ১৭ সেপ্টেম্বর হলগুলো খুলে দেওয়া হবে এবং ১৮ তারিখ থেকে কাস শুরু হবে। ’
ছুটিকালীন কাস-পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, শিক্ষার্থীরা বুধবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করে। ফলে দুপুর গড়াতেই ক্যাম্পাস নীরব হতে শুরু করে।
এর আগে ৭ থেকে সেপ্টেম্বর ছুটি শুরুর কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে তা সাত দিন এগিয়ে আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০