ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালের দুই মেয়ে বরগুনায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
বরিশালের দুই মেয়ে বরগুনায় উদ্ধার

বরগুনা: বরিশাল থেকে পালিয়ে আসা খুশি আক্তার ও আননিছা নামে দুই মেয়েকে বরগুনা সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।

খুশি আক্তার বরিশালের ভাসান থানার কাউনিয়া গ্রামের বাসিন্দা কালাম সিকদারের মেয়ে ও আননিছা একই জেলার কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম আলমের মেয়ে।

ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হেনা মোস্তফা জামাল (মিল্টন) বাংলানিউজকে জানান, গত দুইদিন ধরে পোটকাখালী গ্রামের রিকশাচালক রাসেলের বাড়িতে আশ্রয়ে ছিলো ওই দুই মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশের সহায়তায় দিনগত রাতে তাদের উদ্ধার করা হয়।  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া ওই দুই মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সকালে থানায় এসে তারা তাদের মেয়েদের নিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।