ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পন্টুন ভেঙে দুমকি-বাউফল ফেরি যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
পন্টুন ভেঙে দুমকি-বাউফল ফেরি যোগাযোগ বন্ধ

পটুয়াখালী: পটুয়াখালীতে পাথর বোঝাই একটি ট্রাক দুমকি পার থেকে বগা ফেরি পার হয়ে সড়কে উঠার সময় পন্টুন ভেঙে ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টা থেকে দুমকি-বাউফল ফেরি বন্ধ হয়ে যাওয়ায় বাউফলের সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সঙ্গে একমাত্র আন্তঃউপজেলা মহাসড়কের সংযোগ ফেরি।

এটা বন্ধ হওয়ায় পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাস চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে দ্রুত চলাচলের উপযোগী করার জন্য সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।       

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংস্কার করতে সময় লাগতে পারে। সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।