মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল থানার চানতারা এলাকার উমর আলীর ছেলে হালিম মিয়া (২৮) ও চাঁদপুরের হাইমচর থানার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার এস এম শাহজাহানের ছেলে রাসেল সিকদার (৩৮)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে চেরাগআলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রসেল। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাসেল আজিমপুর এলাকায় থেকে বায়িং হাউজের ব্যবসা করতেন।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএন্ডটি গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হালিম। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হালিম টঙ্গী এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএস/আরবি/