ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুকিং শেষ, হতাশ লঞ্চের কেবিন প্রত্যাশীরা

মহিবুব জামান/মোরশেদ সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
বুকিং শেষ, হতাশ লঞ্চের কেবিন প্রত্যাশীরা

ঢাকা: ঈদের এখনও প্রায় ১০ দিন বাকি। অথচ এরই মধ্যে বুকিং হয়ে গেছে সদর ঘাট লঞ্চ টার্মিনালের সবগুলো লঞ্চের কেবিন।

তাই সপরিবারে বাড়ি যেতে ইচ্ছুকদের হতাশ হয়েই ফিরতে হচ্ছে। টার্মিনালে টিকেট কাটতে এসে তারা দেখা পাচ্ছেন না টিকেটের টিকি।

তবে এদের কেউ কেউ এমনিতেই ক্ষুব্ধ। কেবিন ভাড়া বাড়িয়ে দেওয়ায় বাড়ি যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হচ্ছে তাদের।

সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে- বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী লঞ্চরুটের শ’ শ’ যাত্রী টিকেট কিনতে এসে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছে।

এদেরই একজন বরিশালের যাত্রী সোলাইমান (২৩) বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি কে বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কাউন্টারে ঘুরে একটি কেবিনও পেলাম না। ’

কয়েকদিন আগেই নাকি কেবিন বুকিং দেওয়া শেষ হয়ে গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এমন জানলে আরও আগে এসে বুকিং দিয়ে যেতাম। ’

কালোবাজারিরা আগেভাগে সব টিকেট কিনে নেওয়ায় এ পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ করেন সোলায়মান।

মিরপুর বাংলা কলেজের ছাত্র গিয়াস (২৪) জানান, আগাম টিকিট নেওয়ার তারিখ ঘোষণা করলে তারা ব্যর্থ হতেন না।

বরিশাল অভিমুখী সুন্দরবন, সুরভী, পারাবত, কীর্তনখোলা, এমভি টিপুসহ আরও কিছু লঞ্চের সুপারভাইজারদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সোম ও মঙ্গলবারের মধ্যেই সব কেবিন বুক হয়ে গেছে।

এদিকে কেবিন বুকিং করতে পেরেছেন এমন এক যাত্রী জানান, ঈদ উপলক্ষে ৫ শ’ টাকার কেবিনের ভাড়া ৭ শ’ থেকে ৮ শ’ টাকা, ৯ শ’ টাকার কেবিন ১৪ শ’ টাকা ও দু’ হাজার টাকার ভিআইপি কেবিন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে।

এ নিয়ে সুন্দরবন-৮’র সুপারভাইজার দেবু বলেন, ‘এখন যে ভাড়া নেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে তা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম। ’

নৌরুটে যাত্রী ধরে রাখতে স্বাভাবিক সময়েও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয় বলে দাবি করেন দেবু।

এ ব্যাপারে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জ্যেষ্ঠ উপ-পরিচালক মো. আলী সিদ্দিক বলেন, ‘স্থলপথের সঙ্গে প্রতিযোগিতা করে যাত্রী আকর্ষণে লঞ্চগুলো কম ভাড়া নিয়ে থাকে। তবে ঈদ উপলক্ষে তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছে। ’  

ঈদের দশ দিন বাকি থাকতেই সব কেবিন বুকিং হয়ে যাওয়া প্রসঙ্গে আলী সিদ্দিক বলেন, ‘এটা লঞ্চ মালিকরা বলতে পারবেন। ’

তবে টিকেট কালোবাজারির ব্যাপারে তিনি বলেন, ‘এটা খুবই নগণ্য। ’
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী) সংস্থার পক্ষ থেকে শিগগিরই ভাড়া আদায় সংক্রান্ত একটি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সংস্থার ভাইস-চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মিলন।

তিনি বলেন, ‘সভাপতি আগামীকাল ঘোষণা দিতে পারেন। ’

তবে তিনি জানান, কেবিন নয়, ঘোষণা আসতে পারে ডেকের ভাড়া নিয়ে।  

গত ১৯ আগস্ট বিআইডব্লিউটিএ, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী চলাচল) সংস্থা ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় ১০ শতাংশ ভাড়া কম নিতে মালিকদের অনুরোধ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।