ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি বাংলানিউজ ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের দুই উপজেলার তিন ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ভুট্টা ক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টিতে পাটগ্রাম উপজেলার বাউরা ও হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ও বড়খাতা ইউনিয়নে এ ক্ষতি হয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ করে শুরু হয় বৃষ্টি।

কিছুক্ষণ পরেই প্রায় দেড় মিনিট ধরে পড়তে থাকে মাঝারি আকারের শিলাখণ্ড। এতে ভুট্টা ও বিভিন্ন জাতের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।  

কৃষকরা জানান, ভুট্টা ক্ষেতে মোচা বের হয়েছে। এখনও পরিপক্ক হয়নি। এমন সময় এ শিলাখণ্ডে মোচায় আঘাত পাওয়ায় ভুট্টার ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও সদ্য লাগানো করলা, শসাসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিদু ভুষন রায় বাংলানিউজকে বলেন, শিলাবৃষ্টির কারণে ভুট্টার কিছুটা ক্ষতি হতে পারে। তবে অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।