ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকবাজারের ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
চকবাজারের ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে  গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফাইল ফটো

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এ নির্দেশ দেন। দুই আসামি হলেন- মো. হাসান ও মো. সোহেল।

 

এর আগে গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিনের আদালত তিন সপ্তাহের জন্য আসামিদের জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নিদেশ দেন।

তিন সপ্তাহের মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা।

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের প্রাণহানি ঘটে। পরে এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে চকবাজার মডেল থানায় এই মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।