ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় অটোরিকশা চাপায় স্কুল শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, এপ্রিল ২, ২০১৯
কলমাকান্দায় অটোরিকশা চাপায় স্কুল শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে অটোরিকশা চাপায় আজিজুল হক (৭) নামে এক স্কুল শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

সোমবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার সিধলী-নাজিরপুর সড়কের মহিষাসুরা এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আজিজুল কৈলাটী ইউনিয়নের মহিষাসুরা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অটোরিকশা চাপায় আহত আজিজুলকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশা চালককে খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।