ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে মাদক মামলায় দুইজনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হলেন- নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার ও  একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রাসেল হাওলাদার।

সোমবার (১ এপ্রিল) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। রাসেল হোসেন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরে সুগন্ধা নদী সংলগ্ন মালিপুর চর এলাকা থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শাহরিয়ার বাদী হয়ে নলছিটি থানায় তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলা‌দেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।