ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় কুরগাঁও এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে কুরগাঁওয়ের বেলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- পিয়ার আলী (৪৫) ও তার স্ত্রী বুলবুলি (৩৫)।

জানা গেছে, নিহত পিয়ার আলী সৌরি আরব থাকতেন। রোববার (৩১ মার্চ) রাতেই তিনি দেশে ফিরে বেলতলা এলাকার নিজ বাড়িতে আসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ফতেপুর গ্রামে। তাদের ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, দুপুরে দাম্পত্য কলহের জের ধরে নিজ বাড়িতে স্বামী পিয়ার তার স্ত্রী বুলবুলীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজেও ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশে সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।