ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত হাসপাতালে চিকিৎসাধীন খুরশীদ আলম। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরের চারমাথা এলাকায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন।

শুক্রবার (৩০ মার্চ) দিনগত রাত তিনটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পরে খুরশীদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।  

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে  অপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা পুরুষ কেবিনে ৫৭৯ নং বেডে চিকিৎসাধীন।  

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি পালিয়েছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।