ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসি মার্কেটের আগুনে হতাহত নেই: গুলশান থানার ওসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
ডিএনসিসি মার্কেটের আগুনে হতাহত নেই: গুলশান থানার ওসি ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায়  প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গুলশান থানার ওসি জানান, ভোরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমরা ছুটে যাই। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।