ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, মার্চ ৩০, ২০১৯
ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

গোপাল মণ্ডল নামের এক পথচারী বাংলানিউজকে জানান, কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে তিন কিশোর ছিলো।

ট্রেনটি ঘুন্ডিঘড় এলাকা অতিক্রম করার সময় ওই কিশোর ডিসের তারের আঘাতে ঘটনাস্থলে মারা যায়। ছাদে থাকা অপর দু্ই কিশোর আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, ওই কিশোর ডিসের তারের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। তারের আঘাতে তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আরও দুই কিশোর আহত আছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তারা ভালো আছে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।