ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

খানসামায় ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০২, মার্চ ৩০, ২০১৯
খানসামায় ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় ট্রাকচাপায় সুলতান ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, পাথরবোঝাই একটি ট্রাক উপজেলার কালীরবাজারের দিকে আসছিল। পথে চেহেলগাজী এলাকায় ট্রাকটি পৌঁছালে পেছন থেকে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী সুলতানের মৃত্যু হয়।

খানসামা থানার উপ-পরিদর্শক (এসআই) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিক করে বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।