ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানীর এফ আর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
বনানীর এফ আর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট বনানীর এফ আর টাওয়ারে আগুন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শ্রীলংকার নাগরিক ইন্ডিকা।                                          ছবি: বাংলানিউজতিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে কাজ করছে ১৩ ইউনিট।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্ডিকা (৪৬) নামে শ্রীলংকার একজন নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নিজেই বাংলানিউজকে জানান, তিনি বনানীর ওই ভবনে ১০ তলার একটি অফিসে কাজ করেন। অগ্নিকাণ্ডের পর পরই তাড়াহুড়া করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad