ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
সুনামগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ১

সুনামগঞ্জ: ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত শ্রাবণকে (২৯) গ্রেফতার করছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রামণগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার বরকতুল্লাহ খান সাংবাদিকদের বিষয়টি জানান।

গ্রেফতারের পর পুলিশ সুপারের কার্যালয়ে শ্রাবণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আজাদ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই স্কুলের অতর্কিত হামলায় আজাদ মিয়া গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার (১৭ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।