ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলে ৬ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
মতিঝিলে ৬ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ আটক ২ ইয়াবা ট্যাবলেট

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। আটকরা হলেন, সাইফুল ইসলাম (৩৬) ও রেহানা বেগম (৩৫)।

বুধবার (২৭ মার্চ) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান।

তিনি জানান, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসের সামনে মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৭৬০ পিস ইয়াবা, ৭টি মোবাইল ও মাদক বিক্রির ২ লাখ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার-টেকনাফ থেকে মাদক সরবরাহ করে ঢাকা ও আশেপাশের জেলায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান লে. কর্নেল এমরানুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।